কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি করতো তারা: ডিবি

 

জাল টাকা (ফাইল ছবি)ঈদুল আযহা সামনে রেখে জাল টাকা তৈরির দুটি সক্রিয় গ্রুপকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে অর্ধকোটি জাল টাকা ও রুপি উদ্ধার করা হয়েছে। পশুর হাটে এসব টাকা ছাড়ার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আব্দুল বাতে বলেন, ‘ঢাকা মহানগর পূর্ব ও পশ্চিম দুটি সক্রিয় চক্রকে গ্রেফতার করেছে। এরা কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে তার আগেই তাদের গ্রেফতার করেছে ডিবি পুলিশ।’

তিনি আরও বলেন, ‘দুই গ্রুপের সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ৩৭ লাখ ৬০ হাজার টাকা ও ১১ লাখ ৫০ হাজার জাল রুপি উদ্ধার করা হয়েছে। এছাড়াও জাল মুদ্রা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

জানা গেছে, ডিবির (পূর্ব) একটি টিম মোহাম্মদপুর থেকে ২১ আগস্ট তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো- রফিকুল ইসলাম খসরু, লিয়াকত হোসেন জাকির ও রফিজুল ইসলাম। তাদের কাছ থেকে জাল টাকা ও রুপি তৈরির সরঞ্জামাদী, কাঠের ফ্রেম, রং, প্রিন্টার, ল্যাপটপ ও লেমিনেটিং মেশিন উদ্ধার করা হয়েছে।

অপরদিকে ডিবির (পশ্চিম) টিম ফার্মগেট এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো-  মো. সোহাগ, মো. আলাউদ্দিন, শহিদুল হক ও মোজাম্মেল হক। তাদের কাছ থেকে এক হাজার টাকা নোটের ১১টি বান্ডিল ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

আব্দুল বাতে বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।