শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি

 

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সংশোধনের খবরে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। রবিবার (০৫ নভেম্বর) এপিইউবির নিজস্ব কার্যালয়ে এক জরুরি সভায় বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এপিইউবি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা থেকে জানানো হয়, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সংশোধন করতে যাচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু আইনটি সংশোধনের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সঙ্গে কোনও আলাপ-আলোচনা করেনি। এতে সমিতি উদ্বেগ প্রকাশ করেছে।

আলোচনার এক পর্যায়ে সমিতি এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়।