‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বৈঠকি শুরু

‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বৈঠকি‘ঢাকা লিট ফেস্ট’ সাহিত্যিকদের সবচেয়ে বড় মিলনমেলা। এ মেলায় প্রতিবছর সীমানা পেরিয়ে একই কেন্দ্রে মিলিত হন দেশি-বিদেশি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা। সপ্তমবারের মতো বাংলা একাডেমিতে আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই সাহিত্যমেলা। আর এ উপলক্ষে বাংলা ট্রিবিউন আয়োজন করেছে ‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বৈঠকি।












































বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
বৈঠকিতে আলোচক হিসেবে উপস্থিত আছেন,বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, সাহিত্যিক আনিসুল হক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি শামীম রেজা, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক ও কবি মাসুদা ভাট্টি, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌ সিদ্দিকী ও আহসান আকবার এবং কথা সাহিত্যিক অদিতি ফাল্গুনী।