মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

মিরপুর ১০ নম্বর সেকশনে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর মিরপুরে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণসহ বিভিন্ন অপরাধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত একাধিক প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জারিমানা করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে রাজউকের টাস্কফোর্স মিরপুর সেকশন-১০ এলাকায় এ অভিযান শুরু চালায়।

অভিযানে মিরপুরের সেকশন-১০ এর এক নম্বর রোডের ‘ফাহাদ কমপ্লেক্স মার্কেট’ এর বেজমেন্ট ও কার পার্কিংয়ের জায়গায় থাকা ১৩টি দোকান উচ্ছেদ করে। এসময় ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই রোডের ‘নূর ম্যানশন’ মার্কেটের কার পার্কিংয়ের জায়গা থেকে তিনটি দোকান উচ্ছেদ করা হয়। একই সড়কের তিন নম্বর প্লটের বেজমেন্টে একটি ফ্যাশন শো’র রুমসহ তিনটি দোকান উচ্ছেদ করা হয়েছে।

একই সড়কের পাঁচ নম্বর প্লটের ‘আন্থা প্লাজা’র কার পার্কিংয়ের জায়গায় একটি ফাস্ট ফুড ও একটি ফ্যাশন হাউজের শো-রুম অপসারণ করা হয়। ছয় নম্বর প্লটের ‘খান প্লাজা’র গ্রাউন্ড ফ্লোরে দু’টি কাপড়ের দোকান উচ্ছেদ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সাত ও আট নম্বর প্লটের ‘অপি প্লাজা’র কার পার্কিংয়ের জায়গা থেকে একটি ফাস্ট ফুডের দোকান উচ্ছেদ করা হয়েছে। একই স্থানে থাকা একটি এটিএম বুথ অন্যত্র সরিয়ে নিতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। ৯ নম্বর প্লটের কার পার্কিংয়ের জায়গা থেকে চারটি দোকান  অপসারণ করা হয়। ১০ নম্বর প্লটের কার পার্কিংয়ের স্থলে একটি সুপার শপকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দোকানটি ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। ১১ নম্বর  প্লটে অবস্থিত ‘মিরপুর ডিজিটাল ডায়গনস্টিক লিমিটেডকে বেজমেন্টে অফিস করার দায়ে উচ্ছেদ করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, মিরপুর গোল চত্বরের ‘শাহ আলী মার্কেট’ এর বেজমেন্ট ও কার পার্কিংয়ের স্থলে একটি অফিস ও মিরপুর আদর্শ স্কুলের সামনে ‘অ্যাপেক্স’ এর একটি শো-রুম ইচ্ছেদ করা হয়। অভিযানে অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মো. মোবারক হোসেন, সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: নতুন নামকরণ হচ্ছে ডিএসসিসি’র সড়কসহ চারটি প্রতিষ্ঠানের