খালেদার জন্য খাবার নিয়ে কারাফটকে এতিম শিশুরা

কারাফটকে ভোলার এতিম শিশুরা

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে এসেছিল ভোলা জেলার কয়েকটি এতিমখানার শিশুরা। পরে তারা  দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ওই শিশুরা কারাফটকে আসে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।

এতিম শিশুদের একজন জানায়, ‘টিভি ও খবরের কাগজের মাধ্যমে আমরা জানতে পারি, খালেদা জিয়াকে জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে এবং তাকে নিম্নমানের খাবার পরিবেশন করে আসছে কারা কর্তৃপক্ষ। সেজন্য আমরা জমানো টাকা খরচ করে তার জন্য খাবার নিয়ে আসি।’

বিএনপির একাধিক সূত্র জানায়, আজ (শুক্রবার) সকালে সাবেক কেন্দ্রীয় কারাগারের ফটকে খালেদা জিয়ার জন্য ফল নিয়ে আসে ভোলার কয়েকটি এতিমখানার শিশু। পরে তারা মানববন্ধনও করে। এসময় শিগগিরই খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে।