খালেদা জিয়ার ওকালতনামা সরবরাহের নির্দেশনা চেয়ে রিট

 




আদালত থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওকালতনামা তার আইনজীবীদের কাছে সরবারহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইজি প্রিজন, ডিআইজি প্রিজন ও জেল সুপারিনটেনডেন্টকে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) খালেদা জিয়ার পক্ষে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে বেশকিছু মামলা রয়েছে। দুদকের এক মামলায় তিনি কারাগারে যাওয়ার পর এসব মামলায় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তার সইযুক্ত ওকালতনামা প্রয়োজন। আমরা তার সইযুক্ত ওকালতনামা সরবরাহ করতে কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। কিন্তু কর্তৃপক্ষ ওকালতনামা এখনও আমাদের কাছে সরবরাহ করেনি। এতে খালেদা জিয়ার আইনগত অধিকার খর্ব হচ্ছে।’

তিনি বলেন, ‘যখনই কোনও ব্যক্তি মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দেন, তখনই তিনি ওকালতনামা দিয়ে থাকেন। ফলে ওকালতনামা দেওয়ার ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের কোনও প্রতিবন্ধকতা সৃষ্টির সুযোগ নেই। তবু এ বিষয়টি বাধাগ্রস্ত হওয়ায় ওকালতনামা সরবরাহের নির্দেশনা চেয়ে আমরা রিট দায়ের করি। আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে।’