খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ৮ মামলায় অভিযোগ গঠন ১৫ মে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারাজধানীর দারুসসালাম এলাকায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘নাশকতার মামলাগুলো উচ্চ আদালতে স্থগিত থাকায় এই আদালতে অভিযোগ গঠনের বিষয়ে সময়ের আবেদন করেছি। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৫ মে তারিখ নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে দারুসসালাম থানা এলাকায়  নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

২০১৬ সালে বিভিন্ন সময়ে মামলাগুলোয় অভিযোগপত্র দেয় পুলিশ। সব মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ করে মামলাগুলোতে জামিন নেন।