কোটা সংস্কার আন্দোলনে জমিয়তের সমর্থন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসরকারি চাকরিতে নিয়োগের কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনকে যৌক্তিক আখ্যায়িত করে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ২০ দলীয় জোটের এই শরিক দলটি মঙ্গলবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এই সমর্থন জানায়। সংগঠনটি অবিলম্বে এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারে শিক্ষার্থীদের নৈতিক দাবির প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পূর্ণ সমর্থন জানাচ্ছে। চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ সরকারি পদ কোটাধারীদের জন্য সংরক্ষিত রাখার কোনও যৌক্তিকতা থাকতে পারে না। এটা শুধু মেধাবীদের প্রতি অবমূল্যায়নই নয়, রীতিমতো এটা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

আরও পড়ুন: কোটা সংস্কার দাবি মেনে নিন: চরমোনাই পীর

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য অযৌক্তিক কোটাপ্রথাসহ আরও নানা কৌশলের আশ্রয় নিয়ে প্রশাসনকে নগ্ন দলীয়করণ ও মেধাশূন্য করার চেষ্টা চলছে। প্রশাসনিক কর্মকর্তাদের রাজনৈতিক সরকারের হুকুমের গোলামে পরিণত করার অসৎ উদ্দেশ্য থেকেই প্রকৃত মেধাবী ও যোগ্যদের জন্য প্রশাসনিক কাজে শরিক হওয়ার পথ নানাভাবে রুদ্ধ করা হচ্ছে। এছাড়া ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিয়ে দেশ পরিচালনায় প্রকৃত মেধাবী ও যোগ্যদের জন্য প্রতিযোগিতায় আসতে সুযোগ উন্মুক্ত করারও আহ্বান জানানো হয়।