‘গণপরিবহনে যৌন হয়রানির ঘটনায় আমরা আতঙ্কিত’

ফারাহ কবীরআমাদের দেশে অল্প আয় বা নিম্ন আয়ের মানুষই যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবহার করেন। আর সেই গণপরিবহনে এখন নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনায় আমরা আতঙ্কিত।

বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক বৈঠকি ‘ঢাকার রাস্তায় যত বিপদ’-তে এ মন্তব্য করেছেন অ্যাকশন এইড কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর।

ফারাহ কবীর বলেন, ‘গণপরিবহনে যৌন হয়রানির ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হলে এ প্রবণতা কমে যাবে। জবাবদিহির জায়গা যদি না থাকে, তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আর কারও না কারও ছত্রছায়ায় থাকায় এই অপরাধীরা পার পেয়ে যায়।’

তিনি বলেন, ‘আমি একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত, আর তা হলো অপর্যাপ্ত যাত্রী ছাউনি। আমরা যদি একটি সভ্য দেশেই বাস করি, তাহলে সেই দেশে এখন পর্যন্ত খুব বেশি যাত্রী ছাউনি নেই কেন! এটা হতাশার। কেন পর্যাপ্ত যাত্রী ছাউনি থাকবে না। সরকার কেন সেদিকটা খেয়াল করছে না তা আমার বোধগম্য নয়।’

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, অ্যাকশন এইড কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, বুয়েটের শিক্ষক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নঈম গওহার ওয়ারা এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

আরও পড়ুন-

‘প্রয়োজন নয়, পয়সা আয় হবে ভেবেই প্রকল্প নেওয়া হয়’

‘গণপরিবহন ব্যবস্থায় সংস্কার দরকার’

‘বৃষ্টির মৌসুমে প্রয়োজন না হলে রাস্তা খোঁড়াখুঁড়ি উচিত নয়’

‘সড়কের গাছগুলোর ঠিকমতো পরিচর্যা হয় না’