‘সড়কের গাছগুলোর ঠিকমতো পরিচর্যা হয় না’

নঈম গওহার ওয়ারা

রাজধানীর সড়কগুলোর দুই পাশের গাছগুলোর ঠিকমতো পরিচর্যা হয় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নঈম গওহার ওয়ারা। বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন ‘ঢাকার রাস্তায় যত বিপদ’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

নঈম গওহার ওয়ারা বলেন, ‘সম্প্রতি ঝড়ে রাস্তায় গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটছে। বলা হচ্ছে, আশি কিলোমিটার বেগে ঝড় হওয়ার কারণে গাছ পড়ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঝড়ে গাছ উপড়ে যাওয়ার কথা নয়। তারপরও গাছ পড়ার পর দিনের পর দিন গাছ পড়ে থাকে। রাস্তাগুলো পরিষ্কার করা হয়নি। গাছ পড়ে যাওয়ার পরেই বা কেন গাছগুলো কাটতে হবে, এর আগেও গাছগুলো পরিচর্যার কাজ থাকে, সেটাও ঠিক মতো হয় না।’ সম্প্রতি সড়ক দুর্ঘটনাসহ নানা দুর্ঘটনার পরিমাণ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, ফায়ার সার্ভিস মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, অ্যাকশন এইড কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, বুয়েটের শিক্ষক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নঈম গওহার ওয়ারা এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

 

আরও পড়ুন-

‘প্রয়োজন নয়, পয়সা আয় হবে ভেবেই প্রকল্প নেওয়া হয়’

‘গণপরিবহন ব্যবস্থায় সংস্কার দরকার’

‘বৃষ্টির মৌসুমে প্রয়োজন না হলে রাস্তা খোঁড়াখুঁড়ি উচিত নয়’

‘গণপরিবহনে যৌন হয়রানির ঘটনায় আমরা আতঙ্কিত’