বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার খানিকটা কমেছে

এসএসসিতে বিদেশের কেন্দ্রগুলোর ফলাফল

এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীন বিদেশের ৮টি কেন্দ্রে গড় পাসের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ওই আট কেন্দ্রে পাসের হার ছিল ৯৪ দশমিক ২৮ শতাংশ। ফলে গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক পাঁচ শতাংশ।

রবিবার দুপুর ১ টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন। এসময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই ফল থেকে জানা যায়, বিদেশের আট কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ৪২২ জন। শতভাগ পাস করেছে তিনটি প্রতিষ্ঠান। এসব কেন্দ্রের মোট ৯০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

 

আরও পড়ুন:

টানা তিনবার এগিয়ে মেয়েরা

বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা 

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ 

বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার খানিকটা কমেছে 

‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

এমসিকিউ তুলে দিতে শিগগিরই কমিটি

যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫