বনানীতে ব্যবসায়ীকে হত্যা, শ্যুটার গ্রেফতার

রানা ও সবুজ

রাজধানীর বনানীতে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান এমএস মুন্সি ওভারসিসের মালিক সিদ্দিক হোসেন (৫৫) হত্যার ঘটনায় শ্যুটার নুরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। বুধবার রাত ৯টার দিকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ছাড়াও বাড্ডা মাছ বাজারে বাদশা হত্যাকাণ্ডের মূলহোতা সবুজকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের(উত্তর) এডিসি গোলাম সাকলাইন।

তিনি বলেন, ‘সিদ্দিক মুন্সি হত্যাকাণ্ডের ঘটনায় নুরা অরফে পিচ্চি নুরাও অন্যতম একজন শ্যুটার ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে শ্যুটার সবুজকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।’

তিনি আরও  বলেন, ‘বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।’

নিহত মো. সিদ্দিক হোসেন

প্রসঙ্গত, গত বছরের ১৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে অবস্থিত জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান এমএস মুন্সি ওভারসিসে এজেন্সি মালিক মো. সিদ্দিক হোসেন খুন হন। এ ঘটনায় আহতরা হলেন— মোস্তাক হোসেন, মোখলেছুর রহমান ও মিরাজ পারভেজ। পরে এই ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা হয়। মামলটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।

 আরও পড়ুন: মুখোশধারীরা ঢুকেই বলে ‘তোর বস কই’, এরপরই গুলি (ভিডিও)