পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড

 

কারাদণ্ডপিরোজপুরে ওয়াহেদ হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীর ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এই আদেশ দেন। পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ওয়াহেদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার চলিশা গ্রামে।

আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ জুন দুপুরে সদর উপজেলার চলিশা বাজার এলাকা থেকে দুইশ পিস ইয়াবাসহ ওয়াহেদ হাওলাদার ও তার সহযেগী স্বপন, জুয়েল ও সুমনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। মাদক উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হাচনাইন পারভেজ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশের আরেক উপপরিদর্শক আব্দুল জলিল তদন্ত শেষে ওয়াহেদ, স্বপন, জুয়েল ও সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত ওয়াহেদ হাওলাদারকে সাজা দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় স্বপন, জুয়েল ও সুমনকে বেকসুর খালাস দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।