সেগুনবাগিচায় ৬৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

ফেন্সিডিলসহ আটক মাদক বিক্রেতারাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ৬৮০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বুধবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে শাহবাগ থানা এলাকার সেগুনবাগিচার করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মঞ্জুর আলী (৫২), মো. এনামুল হক (৪২) ও আমজাদ হোসেন (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ৬৮০ বোতল ফেন্সিডিল, ৭টি সেলাই মেশিনের টেবিল, ১টি পিকআপ ভ্যান ও নগদ ১৮ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৩ অপারেশন অফিসার (এএসপি) এএসএম সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক এনে ঢাকায় বিক্রি করে। আটক আমজাদ করতোয়া কুরিয়ার সার্ভিসের সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।