শাহনাজের স্কুটি ছিনতাই: জনি ২ দিনের রিমান্ডে

স্কুটি ছিনতাইকারী জনি

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবারের বাইকার শাহনাজ আক্তার পুতুলের স্কুটি ছিনতাইয়ের মামলায় আসামি জুবায়দুল ইসলাম জনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম খান আদালতে আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে স্কুটি ছিনতাইয়ের অভিযোগে জনিকে আসামি করে শেরে বাংলা নগর থানায় শাহানাজ বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছিনতাই করা স্কুটিটি উদ্ধার করা হয়। এসময় জুবায়দুল ইসলাম জনি নামে একজনকে গ্রেফতারও করা হয়।

মামলার এজাহারে উল্লেখ, গত ১০ জানুয়ারি মিরপুরের শ্যামলী এলাকায় জনির সঙ্গে আমার পরিচয় হয়। এসময় সে নিজেকে পাঠাও চালক বলে পরিচয় দেয়। সে আমার জন্য একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করে দিতে পারবে বলেও জানায়। আমি তার কথায় কিছুটা আশ্বস্ত হয়ে চাকরি পাওয়ার জন্য তাকে অনুরোধ করি। এর জন্য ১৫ জানুয়ারি দুপুর ১২টার সময় জনি আমাকে খামার বাড়িতে আসতে বলে। তার কথামতো স্কুটি নিয়ে যথাসময় সময় সেখানে এসে তার সঙ্গে দেখা করি। এরপর হঠাৎ সে আমার স্কুটিতে উঠে বসে এবং আমাকে নিয়ে বিমানবন্দর এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর পুনরায় মানিক মিয়া এভিনিউয়ে আসে। এখানে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে এসে একটি টং দোকানে জনিকে নিয়ে চা খাচ্ছিলাম আমি। এমন সময় সে কৌশলে আমার স্কুটি ছিনতাই করে নিয়ে যায়।