কারাবন্দি সাংবাদিকদের জামিন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ ও গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিক বিবৃতি দিয়েছেন।
সোমবার (৭জুলাই) ৫১ জন সাংবাদিকের সই–সংবলিত একটি বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিটির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ।
বিবৃতিতে বলা হয়, দেশে বর্তমানে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, চাকরিচ্যুতি, সংবাদমাধ্যমে হামলা, এমনকি মব সন্ত্রাসীদের গরু জবাই করে ‘জিয়াফত’র মতো ঘটনাও ঘটানো হয়েছে। অথচ এসব ঘটনায় জড়িতদের কেউ আইনের আওতায় আসেনি।
বিবৃতিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বলা হয়, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন, ১১ মাসে ৪১২ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, ৩৯ জন সাংবাদিক গ্রেফতার, ১৬৮ জনের প্রেস অ্যাক্রেডিটেশন বাতিল, শতাধিক সাংবাদিক চাকরিচ্যুত, তিন শতাধিক সাংবাদিক বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার শিকার, সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ, জাতীয় ও স্থানীয় প্রেসক্লাব থেকে ১০১ জন বহিষ্কৃত।
এছাড়া, সাংবাদিকদের সংগঠনগুলো দখল করে রাখা হয়েছে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয় দীর্ঘ ১১ মাস ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের জামিন পাওয়া সাংবিধানিক অধিকার হলেও, অনেক সাংবাদিক বিনা বিচারে মাসের পর মাস কারাগারে আছেন। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিকরা বলেন, আমাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার দলমতের ঊর্ধ্বে উঠে পরিস্থিতির উন্নয়ন ঘটাবে, মব সন্ত্রাস রোধ করবে এবং সাংবাদিকদের হয়রানি বন্ধ করে তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করবে।
এসময় অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় এক বছর পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।