এএসপি মিজান হত্যা: দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

এএসপি মিজানুর রহমান তালুকদার

হাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোর্শেদ আল মামুন ভুঁইয়া এ অভিযোগপত্র গ্রহণ করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধরণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

অভিযোগপত্রে দুই আসামি হলেন– ফারুক হাওলাদার ও শাহ আলম ওরফে বুড্ডা।

উপ-পরিদর্শক আলতাফ হোসেন বলেন, ‘বিচারক অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামি ফারুক হাওলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া জারি করেন। অন্য আসামি কারাগারে রয়েছে। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য বিচারক ২৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।’

আলতাফ হোসেন আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেন। তারা হলেন– মো. জাকির হোসেন, আয়নাল হক ওরফে এনামুল হক ও কামাল। এর মধ্যে জাকির হোসেন ও আয়নাল হক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। অন্য আসামি কামালের সঠিক নাম-ঠিকানা খুঁজে না পাওয়ায় অব্যহতির আবেদন করা হয়েছে। এ ছাড়া, মামলাটির অভিযোগপত্রে ২১ জনকে সাক্ষী করা হয়েছে।

২০১৭ সালের ২১ জুন রাজধানীর মিরপুর বেড়িবাঁধ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ। ওই দিনই তার ভাই মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় অজ্ঞাত ব্যক্তির নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করে।