বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার, উদ্ধারকাজে অংশ নিচ্ছে সেনাবাহিনীও

হেলিকপ্টার থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার কাজ শুরু করেছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‌‘বনানীর আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। সেনাবাহিনী সরাসরি উদ্ধারকাজে অংশ নিয়েছে। বিমান ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন। বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।’

বনানীর এফ আর টাওয়ারে আগুনতবে কোন ইউনিটের কতজন সদস্য আগুন নেভাতে কাজ করছেন তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।

লে. কর্নেল মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আরও লোকজন পথে আছে।’

এরআগে, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ২১ তলা এফ আর টাওয়ারের ৯ তলায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:
বনানীর এফ আর টাওয়ারে আগুন