ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস

বনানীর এফ আর টাওয়ারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান



বনানীতে আগুন লাগা এফ আর টাওয়ারে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ভবনটিতে আগুন পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে তিনি এ তথ্য জানান।




দেবাশীষ বর্ধন বলেন, ‘এ ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। ভবনের ভেতরে ডেকোরেশনগুলো বেশিরভাগই ফোম ও সিনথেটিক ফাইবার উপাদানের, যে কারণে খুব ধোঁয়া হয়েছে। এর ফলে কাজ করতে আমাদের বেগ পেতে হয়েছে।’

তিনি বলেন, আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫ টি ইউনিট কাজ করছে। এখানে ফায়ার সার্ভিসের ডিজি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র উপস্থিত আছেন। তারা উদ্ধার কাজের তদারকি করছেন।

বনানীর এফ আর টাওয়ারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে সাতজন মারা গেছেন।

আগুনে নিহত একজনের লাশ উদ্ধার

এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

বনানীর এফ আর টাওয়ারে আগুন