কলড্রপের কারণ হিসেবে কোম্পানিগুলোকে দায়ী করলেন বিটিআরসি চেয়ারম্যান

বিটিআরসি চেয়ারম্যান (ফাইল ছবি)

মোবাইল ফোনে কথা বলার সময় কলড্রপের কারণ হিসেবে কোম্পানিগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক। তিনি বলেন, ‘কলড্রপের বেসিক কারণ- যাদের কাস্টমার খুব বেশি, তাদের কোয়ালিটি অনেক দুর্বল। কোয়ালিট ডেভেলপ করতে হলে তাদের উচিত আরও বেশি স্পেকট্রাম কেনা। তারা তা কিনছে না। আমরা আশা করছি ভবিষ্যতে স্পেকট্রাম কিনলে কোয়ালিটি ডেভেলপ করবে।’

বুধবার (১২ জুন) রাতে একাত্তর টেলিভিশনের টকশো ‘একাত্তর জার্নাল’-এ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেছেন তিনি।

এসময় মিথিলা ফারজানার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি ও সারা বাংলা-এর প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং অর্থসূচক-এর সম্পাদক জিয়াউর রহমান।  

মোবাইল নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় নিয়ে বিটিআরসির গণশুনানিতে অনেক সমস্যা উঠে আসার ব্যাপারে মো. জহুরুল হক বলেন, ‘সমস্যা অনেক। কাজ হলে সমস্যা থাকবেই। মেনে নিতে হবে। তবে বিটিআরসি একটি বড় সেক্টর। সরকারের প্রায় দশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয় বিটিআরসির মাধ্যমে। এখানে বিভিন্ন সেক্টরের লাভ-লোকসানের ব্যাপার আছে। অপারেটররা বেশি ব্যবসা করতে চায়।’