বাজেটে রাখা দরকার তাই রাখা, বিস্তারিত কিছু নাই: শরিফুল হাসান

৯০৮৭

কর্মসংস্থানের বিষয়ে বাজেটের কোথাও বিস্তারিত বলা নাই বলে দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও  ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান। তিনি বলেন, ‘আমাদের বাজেটে বলা হলো ৩ কোটি লোকের কর্মসংস্থান করা হবে। কোন মন্ত্রণালয়ে কতো করবে কেউ বলতে পারবে? বাজেটে রাখার দরকার তাই রাখা হয়েছে, কিন্তু কোনও বিস্তারিত কিছু নাই। ৩ কোটি লোককে চাকরি দিতে হলে প্রতি বছর গড়ে ৩০ লাখ লোককে চাকরি দিতে হবে। বিসিএস থেকে প্রতি বছর সুযোগ পায় ৩-৪ হাজার ছেলে-মেয়ে। সাড়ে ৪ লাখ ছেলে মেয়ে যে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়। এরা তাহলে কোথায় যাবে?’

মঙ্গলবার (২৫ জুন) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন তিনি।

এসময় শরিফুল হাসান আরও বলেন, ‘আজকের তরুণদের একটা বড় ভাবনা হচ্ছে কর্মসংস্থান। প্রতিবছর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার লাখ শিক্ষার্থী পাস করে বের হয়, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আরও ৫৪ হাজার। এই যে সাড়ে চার লাখ শিক্ষার্থী বের হচ্ছে প্রতি বছর, ইকোনমিক ইন্টেলিজেন্স বলছে এদের মধ্যে ৪৭ শতাংশ বেকার থাকে। উচ্চশিক্ষিতের মধ্যে বেকারের হার সবচেয়ে বেশি।’

শিক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের গণমুখী শিক্ষা নিয়ে কোনও ভাবনা নেই। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির বয়স প্রায় চার দশক। এখনও আমাদের গার্মেন্টসে সবচেয়ে বেশি বেতন পান শ্রীলংকান কিংবা ইন্ডিয়ানরা। আমাদের এই শিল্পে কাজ করছে ২৫ লাখ লোক। মূল টাকাটা যারা নিয়ে যাচ্ছে, আমরা কী ২০-২৫ বছর আগে ভাবতে পারলাম যে, এই সেক্টর এতো বড় হচ্ছে? আমি কেন ৩টা ইউনিভার্সিটি তৈরি করবো না, যেখানে আমার গার্মেন্টস সংক্রান্ত শিক্ষা থাকবে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন ইয়াং বাংলার কনভেনর ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ( আইআইডি)-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়লগ ( সিপিডি)-এর রিসার্চ ফেলো  তৌফিকুল ইসলাম খান, ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্পের জেন্ডার ও সোশ্যাল ইনক্লুশন অ্যাডভাইজর ও আইবিপি ম্যানেজার শিরিন লিরা এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। 

আরও খবর:

‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকি শুরু 

তরুণদের কর্মসংস্থান একটি বড় মাথাব্যথার বিষয় ছিল: সাঈদ আহমেদ
বাজেট আরও বড় হওয়া উচিত: তৌফিকুল ইসলাম খান

কোন জায়গায় কীভাবে বাজেট দিচ্ছি পরিপূর্ণ ধারণা দরকার: শিরিন লিরা

মনিটরিং এবং মূল্যায়নের জায়গায় কাজ করতে হবে: নাহিম রাজ্জাক