১ লাখ ৮ হাজার ৬২৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

হজযাত্রী (ছবি- সংগৃহীত)চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ হতে পারে ১০ আগস্ট। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১ লাখ ৮ হাজার ৬২৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ২৮ জন হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও হজ অফিস সূত্র এসব তথ্য জানায়।
জানা গেছে, সরকারি ব্যবস্থাপনার ৬ হাজার ৯১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭১৩ জন সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ৩১০টি হজ ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬০টি এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ১৫০টি ফ্লাইট পরিচালনা করেছে। সৌদি আরবে বাংলাদেশের ২৫ পুরুষ এবং তিনজন নারী মারা গেছেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ৫ আগস্ট পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছাতে ফ্লাইট চলবে। বাকি ফ্লাইটগুলোতেও কোনও জটিলতা ছাড়াই যাত্রীরা সৌদি আরবে যাবেন। এ বছর বড় কোনও ধরনের জটিলতা ছাড়াই সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।