সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা





বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)। শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার কয়েকটি সড়ক ঘুরে র‌্যালিটি শেষ হয়।
সাদাছড়ি নিরাপত্তা দিবসে এবারের প্রতিপাদ্য ‘সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’। র‌্যালি শেষে বার্ডো’র সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা নাসরীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শাহিন ইমরান এবং বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক প্রমুখ।
আলোচনা সভায় তারা আশ্বাস দেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে যা কিছু করা সম্ভব, তার সবকিছু করা হবে।
প্রসঙ্গত, ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই দিবস পালন শুরু হয়। সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়।