এবারও ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক

তথ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন বাংলা ট্রিবিউনের প্রতিবেদক শাহেদ শফিকসেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক শাহেদ শফিক। নোয়াখালী ও ভোলার মধ্যবর্তী চর ঢালচরের ভূমিহীনদের ওপর ৬ পর্বের প্রতিবেদনের জন্য অনলাইন ও প্রিন্ট মিডিয়া বিভাগের ‘অনুসন্ধান’ ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পান। শাহেদ শফিক ছাড়াও আরও ৯ জন এই পুরস্কার পেয়েছেন।
গত বছর মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের পুনর্বাসনের নির্ধারিত স্থান নোয়াখালীর ভাসানচর নিয়ে ধারাবাহিক ৬ পর্বের প্রতিবেদনগুলোর জন্যও সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন শাহেদ শফিক।
বুধবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শাহেদকে পুরস্কার হিসেবে ক্রেস্টের পাশাপাশি একটি সনদ ও ৫০ হাজার টাকার চেক হাতে তুলে দেওয়া হয়।
এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১৬’ ও ‘বাংলা ট্রিবিউন-ওমর ফারুক বর্ষসেরা পুরস্কার-২০১৯’ পান শাহেদ শফিক। ২০১৬ সালে টিআইবি'র ফেলো হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি।
শাহেদ শফিক ছাড়াও এ বছর ৯টি ক্যাটাগরিতে ৯ জন গণমাধ্যমকর্মী  ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ডিআরইউ'র এই প্রতিযোগিতায় সর্বমোট ১৬৩টি রিপোর্ট জমা পড়ে।
রিপোর্টারদের পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ডিআরইউ। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল নোয়াখালী ও ভোলার মধ্যবর্তী চর ঢালচরের ভূমিহীনদের ওপর ৬ পর্বের প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন।১১১
প্রতিবেদনগুলো হচ্ছে- ১. ভূমিহারা মানুষের আশ্রয়ের আকুতি! (ভিডিও)। ২.ভূমিহীনের চরে সাবেক সচিবের অট্টালিকা! ৩. ভূমিহীন উচ্ছেদে ‘সরকারি’ কৌশল! ৪. ঢালচরই কি চরডেমপিয়ার? ৫. ঢালচর নোয়াখালীর না ভোলার? ৬. ঢালচরের কৃষকদের ধান যায় ‘লুটেরাদের’ গোলায়। প্রতিবেদনগুলো প্রকাশের পর সরকারের সংশ্লিষ্ট বিভাগে টনক নড়ে। এতে ঢালচরের তৎকালীন পুরো চিত্র ফুটে উঠে।
এরপর শান্ত হতে থাকে ঢালচরের পরিবেশ। পরে ফলোআপ প্রতিবেদন, ‘ঢালচর এখন অনেকটা নিরাপদ, শঙ্কাও আছে’ শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই কাজের স্বীকৃতিস্বরূপ শাহেদ আজ এই পুরস্কার পেলেন।
অন্যান্য পুরস্কার পেলেন যারা:
দৈনিক যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টারের মোহাম্মদ আল মাসুম মোল্লা, যৌথভাবে দৈনিক কালের কণ্ঠের জসিম উদ্দিন হারুন এবং জিয়াদুল ইসলাম, দৈনিক প্রথম আলোর তারেক মাহমুদ, দৈনিক সমকালের তপন দাস, এনটিভির শফিক শাহিন, একাত্তর টেলিভিশনের আদনান খান এবং চ্যানেল টুয়েন্টি ফোরের মোর্শেদ হাসিব হাসান।
ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ'র সাবেক সভাপতি ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খানসহ অনেকে।