অবশেষে ভাঙা শুরু হলো বিজিএমইএ ভবন

বিজিএমইএ ভবনঅবশেষে ভাঙা শুরু হয়েছে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র ভবন। হেমার ও হাতুড়ি দিয়ে ভবনটির ছাদ ভাঙছেন শ্রমিকরা। সরিয়ে নেওয়া হচ্ছে ভবনের কাচ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পুরোদমে কাজ শুরু হবে বলে জানা গেছে। এর আগে বিদ্যুৎ ও পানির সংযোগ না পাওয়ায় কয়েক দফায় ভবন ভাঙার কাজ পিছিয়ে যায়।

ভবন ভাঙার কাজ পাওয়া ফোর স্টার এন্টারপ্রাইজের পরিচালক নছিরুল্লাহ সোমবার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা ভবনের কাচ সতর্কতার সঙ্গে খুলে নিচ্ছি। পাশাপাশি ছাদ থেকে ম্যানুয়াল পদ্ধতিতে শ্রমিকরা ভাঙার কাজ শুরু করছে। আজকে বিদ্যুৎ সংযোগ পাবো। এরপর পুরোদমে  কাজ শুরু করবো।’

প্রসঙ্গত, গত বছরের ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে গত বছরের ১৬ এপ্রিল সন্ধ্যায় ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর আগে ২০ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত থেকে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করেন।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে বিজিএমইএ ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করেন। রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেন আদালত। এর বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ, যা ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগে খারিজ হয়।

এ সংক্রান্ত আরও খবর:

 

ভাঙা বিজিএমইএ ভবন যাবে দোলাইপাড়

দেশীয় পদ্ধতিতেই ভাঙা হচ্ছে বিজিএমইএ ভবন

বিজিএমইএ ভবন ভাঙার খরচ দেবে কে?

বিজিএমইএ ভবন ভাঙতে ফের অনিশ্চয়তা

বিজিএমইএ ভবন অপসারণ: অর্ধকোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে রাজউক

উত্তরায় যাচ্ছে বিজিএমইএ ভবন