‘ব্যক্তির পরিচয় দেখে দুদক কাজ করে না’

দুর্নীতি দমন কমিশন (দুদক)দুর্নীতির মাত্রা বিবেচনায় ঘটনার অনুসন্ধান ও তদন্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যক্তির পরিচয় ও অবস্থান দেখে কাজ করে না। দুদক নিয়ে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ—টিআইবি’র এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সচিব মুহাম্মদ দিলোয়ার বখত এ মন্তব্য করেন।
গতকাল মঙ্গলবার দুদক নিয়ে প্রকাশিত টিআইবি’র প্রতিবেদনে বলা হয়েছে, দুদক বিরোধী দলের রাজনীতিকদের হয়রানি এবং ক্ষমতাসীন দল ও জোটের রাজনীতিকদের প্রতি নমনীয়তা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, ‘দুদক কারো উদ্দেশ্যে ব্যবহার হয় না। ক্ষমতাসীন দলের লোকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে দুদক। কমিশন নিজেদের সিদ্ধান্তে চলে, সচ্ছতার সঙ্গে কাজ করে।’
দুদক সচিব আরও বলেন, ‘কারও ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেটাও খেয়াল রাখে দুদক। সম্পদের হিসাব দেওয়ার বিষয়ে দুদক কাজ করছে।’

আরও পড়ুন...


ক্ষমতাসীনদের প্রতি নমনীয়তা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে দুদক: টিআইবি