সাবেক এমপি আউয়ালের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক

সাবেক এমপি এ কে এম এ আউয়াল পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ দুদকের উপ-পরিচালক মো. আলী আকবরকে সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দুদকের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) সৈয়দ ইকবাল হোসেন।

দুদকের উপ-পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) মির্জা শহিদুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বিধি মোতাবেক যাচাই অনুসন্ধান কার্য সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, পিরোজপুরের নাজিরপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ এনে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সাবেক এমপি একেএমএ আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এরমধ্যে একটি মামলায় তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়।
প্রসঙ্গত, গত  ৩ মার্চ জামিন আবেদন বাতিল করে আউয়াল দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন পিরোজপুরের আদালত। বেলা পৌনে ১২টার দিকে এই আদেশ দেন জেলা জজ আদালতের বিচারক মো. আ. মান্নান। এর এক ঘণ্টার মধ্যে জেলা জজকে প্রত্যাহার করা হয়। এরপর ওইদিন বিকালে জামিন পান আসামিরা। বিকাল পৌনে ৪টার দিকে পিরোজপুর দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক নাহিদ নাসরিনের আদালতে জামিন বাতিলের আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হলে তিনি জামিন মঞ্জুর করেন।