দুটি আলাদা স্ক্রলকে এক করে গুজব ছড়ানো হয় (ভিডিও)

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ((ফাইল ছবি)

টিভিতে দেখানো সর্বশেষ সংবাদের দুটি পৃথক স্ক্রলের অংশ নিয়ে নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছে একাত্তর টিভি কর্তৃপক্ষ। এ ঘটনাকে উদ্দেশ্যমূলক অভিহিত করেছেন একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু। রবিবার (৫ এপ্রিল) রাতে তিনি বলেন, 'একাত্তর টিভির সুনাম নষ্ট করতে একটি চক্র প্রায়ই (নিউজ) টুইস্ট করে গুজব ছড়াচ্ছে। নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। যারা এ ধরনের কাজ করছে, তাদের আইনের আওতায় আনা দরকার।'

এর আগে, দেশের একটি অনলাইন নিউজপোর্টালের সংবাদে বলা হয়- ''করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী যখন সরকারের কাছে কারফিউ জারির আবেদন করেছেন, ঠিক তখনই তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। রবিবার একটি টেলিভিশনের স্ক্রলে আইভীর মৃত্যুর ওই ‘খবর’ প্রথম দেখা যায়। ‘আওয়ামী লীগ বিট রিপোর্টার্স গ্রুপ’ নামের একটি ফেসবুক গ্রুপে একাত্তর টিভির একজোড়া স্ক্রিনশটও পোস্ট করেন একজন।''

তবে সংবাদের ভিডিও ফুটেজে দেখা যায়, আগের সংবাদের স্ক্রলের শেষের অংশে লেখা ছিল ‌'নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ  আইভি' এবং এর কিছুক্ষণ পর অন্য সংবাদের স্ক্রল দেখানো হয়। সেখানে বলা হয়, 'করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ'। এই স্ক্রলের প্রথম অংশের সঙ্গে আগের স্ক্রলের সেলিনা হায়াত আইভির নাম জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। সেই পোস্টকে রেফারেন্স হিসেবে ধরে সংবাদ প্রকাশ করে একটি অনলাইন পোর্টাল। 

এদিকে সন্ধ্যা পৌনে সাতটায় মেয়র আইভী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি সুস্থ আছি। কে বা কারা আমার মৃত্যুর গুজব  ছড়িয়েছে আমি জানি না।’

সেই সংবাদের 'সর্বশেষ' স্ক্রলের খবরগুলো দেখতে ভিডিওটি দেখুন: