সাবেক এমপি হাজী মকবুলের মৃত্যুতে ডিএসসিসি মেয়রের শোক

ফজলে নূর তাপসকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হাজী মো. মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (২৩ মে) রাতে এক শোক বার্তায় ধানমন্ডি মোহাম্মদপুর এলাকা হতে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এই এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মেয়র।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শোক বার্তায় মেয়র মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, হাজী মকবুল হোসেন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ মে) রাতে মৃত্যুবরণ করেন। মকবুল হোসেনের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া, তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

আরও পড়ুন:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এমপি হাজী মকবুল