চলতি মাসেই দেশের বাজারে নতুন মডেলের গাড়ি আনছে আউডি

 

কিউ৩ মডেলের গাড়িকরোনা পরিস্থিতির মধ্যেও জার্মান অটোমোবাইল কোম্পানি আউডি চলতি মাসে নতুন মডেলের তিনটি গাড়ি বাংলাদেশে বাজারজাত করার ঘোষণা দিয়েছে। ২০২০ আউডি এ৬, ২০২০ আউডি কিউ৩ এবং ২০২০ আউডি কিউ ৮ মডেলের গাড়ি প্রগ্রেস মোটরস থেকে কেনা যাবে। সব গাড়ি দুই বছরের সীমাহীন মাইলেজ ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর সব সেবা ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত নিজস্ব সার্ভিস সেন্টার থেকে দেওয়া হবে বলে সোমবার (১৫ জুন) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সেডান আউডি এ৬ গাড়িটির একক মূল্য নির্ধারণ করা হয়েছে ১.০৬ কোটি টাকা। এ গাড়িটির ২ লিটার টার্বোচার্জড ইঞ্জিনে রয়েছে চারচি সিলিন্ডার, যার ফলে ইঞ্জিনে সর্বাধিক আউটপুট ১৯০ হর্সপাওয়ার এবং ৩২০ এনএম টর্ক এবং এতে রয়েছে ৭ স্পিড এস ট্রনিক ট্রান্সমিশন। রয়েছে প্যানারোমিক সানরুফ, এলইডি হেডলাইটস, মিলানো লেদার সিট, ১৮ ইঞ্চি অ্যালয়, ৪ জোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আরও অনেক সুবিধা।

কিউ৮ মডেলের গাড়ি

আউডি কিউ৩ গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ লাখ টাকা। এর ফিচারের মধ্যে রয়েছে ডিজিটাল ককপিট এবং বৃহৎ একটি এমএমআই ডিসপ্লে। আউডি কিউ৩-এর ১.৪ লিটার টার্বোচার্জড ইঞ্জিনে ৪টি সিলিন্ডার রয়েছে। যার ফলে ইঞ্জিনে সর্বাধিক আউটপুট ১৫০ হর্সপাওয়ার এবং ২৫০ এনএম টর্ক এবং এতে রয়েছে ৭ স্পিড এস ট্রনিক ট্রান্সমিশন।  রয়েছে প্যানারোমিক সানরুফ, ডায়নামিক টার্ন সিগন্যালসহ ম্যাট্রিক্স এলইডি হেডলাইট, অরিজিনাল লেদার সিট, ১৮ ইঞ্চি অ্যালয়, আউডি ভার্চুয়াল ককপিট প্লাস, ৩ জোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আরও অনেক সুযোগ সুবিধা।

এ৬ মডেলের গাড়ি

আউডি কিউ৮ মাইল্ড হাইব্রিড গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৯৯ কোটি টাকা।  এর ৫৫ টিএফএসআই কোয়াট্রো ৩ লিটার ভি৬ ইঞ্জিন এবং মাইল্ড হাইব্রিড বৈদ্যুতিক যান, যার সর্বাধিক আউটপুট হলো ৩৪০ হর্সপাওয়ার এবং ৫০০ এনএম টর্ক এবং এতে রয়েছে ৮ স্পিড  টিপট্রনিক ট্রান্সমিশন।  রয়েছে একটি স্ট্যান্ডার্ড প্যানারোমিক গ্লাস সানরুফ, ডায়নামিক টার্ন সিগন্যালের সঙ্গে এইচডি ম্যাট্রিক্স এলইডি হেডলাইট, ব্যাং ও অলুফসেন থ্রিডি সাউন্ড সিস্টেম, হেডস আপ ডিসপ্লে, অ্যাডাপটিভ এয়ার সাসপেন্সন, এস লাইন এক্সটেরিয়র প্যাকেজ, অরিজিনাল ভালকোনা লেদার সিট, ম্যাসাজ সিট, অ্যাপল কারপ্লে, ২১ ইঞ্চি অ্যালয়, আউডি ভার্চুয়াল ককপিট, ৪ জোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আরও অনেক অত্যাধুনিক সব সুযোগ সুবিধা।