রবিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিএমপির জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকীর গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে। তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।