মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

কোভিড-১৯ ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকার ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে  ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশে বসবাসকারী সে দেশের সকল নাগরিকের জন্য এক সতর্কবার্তা জারি করেছে।

বুধবার (২১ এপ্রিল) দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘বাংলাদেশ সরকারের সকল আইন ও স্থানীয় সরকারের সকল অধ্যাদেশ অনুসরণ এবং অফিসের বা ব্যক্তিগত সেল ফোন পুরো চার্জ দেওয়া অবস্থায় বহন করাসহ পর্যাপ্ত ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা অনুশীলনের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে।’

দূতাবাস জানায়, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রাত্যহিক সেবা কার্যক্রম লকডাউনের সময়সীমা পর্যন্ত বন্ধ থাকবে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেবা কার্যক্রমে সাক্ষাতের জন্য নির্ধারিত সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে।’

এতে আরও বলা হয়, ‘তাৎক্ষণিক বা জরুরি সেবার জন্য জরুরি সাক্ষাতের সূচি নির্ধারণের অনুরোধ জানাতে দূতাবাসের ঠিকানায় ইমেইল করুন। লকডাউন তুলে নেওয়ার পর দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সেবা কার্যক্রমে সাক্ষাতের সময়সূচি পুনরায় চালু করবে।’