পরিত্যক্ত উড়োজাহাজ নিলামে তোলার প্রস্তুতি বেবিচকের

দীর্ঘদিন ধরে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা ১২টি উড়োজাহাজ নিলামের প্রস্তুতি নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। উড়োজাহাজগুলো বাজেয়াপ্ত করা ও নিলামের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে দ্রুত সময়ে নিলাম করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র জানায়, বিমানবন্দরে পরিত্যক্ত থাকা উড়োজাহাজগুলো সরাতে একাধিকবার সংশ্লিষ্ট এয়ালাইন্সকে চিঠি দিয়েছে বেবিচক। তবে কোনও ব্যবস্থা নেয়নি তারা। এছাড়া উড়োজাহাজগুলো পার্কিং বাবদ কোনও চার্জও দিচ্ছে না তারা। এই উড়োজাহাজগুলোর ডি-রেজিস্ট্রেশন করাসহ অন্যান্য কার্যক্রম নেওয়া হচ্ছে। এজন্য গঠিত কমিটি নিলামের আইনগত ও পদ্ধতির বিষয়ে সুপারিশ করবে। তার ভিত্তিতে নিলাম করা হবে।

এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান  বলেন, উড়োজাহাজ যেহেতু এয়ারলাইন্সগুলো সরিয়ে নিচ্ছে না, এজন্য নিলামে বিক্রি করে দেওয়া হবে। প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিলামের যে নীতিমালা আছে, সেটি অনুসরণ করেই সম্পন্ন করা হবে।