পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা: তদন্ত কমিটি গঠন

নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের ধাক্কার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।

শুক্রবার (২৩ জুলাই) নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. শাহ জাহান, বিআইডব্লিউটিসি’র এজিএম (মেরিন) আহমেদ ওলি, এজিএম (ইঞ্জনিয়ারিং রুবেলুজ্জামান।

কমিটিকে আগামী তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা