বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলনে ভুল তথ্যের প্রতিবাদ

হিন্দু বাবা-মায়ের সম্পত্তিতে সন্তানের সমঅধিকার বিষয়টি নিয়ে আইন প্রণয়নের সঙ্গে যারা যুক্ত নয়, এমন ব্যক্তি ও সংগঠনকে যুক্ত করে অপপ্রচারের পরিপ্রেক্ষিতে ‘হিন্দু আইন প্রণয়নে নাগরিক উদ্যোগ’ ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে। সোমবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই প্রতিবাদ জানায়।

হিন্দু আইন প্রণয়নে ‘নাগরিক উদ্যোগ কোয়ালিশন বাংলাদেশ’ বাবা-মায়ের সম্পত্তিতে হিন্দু নাগরিকদের  সমান অধিকারের জন্য একটি খসড়া ‘হিন্দু উত্তরাধিকার আইন’ প্রণয়ন করেছে। আইন প্রণয়নের দাবি হিন্দু নাগরিকদের নিজস্ব একটি দাবি। তাই এটি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিন্দু নাগরিকরা যুক্ত রয়েছেন। শুধুমাত্র ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর কাজ এটি নয়। এর সঙ্গে  যুক্ত রয়েছে— আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), প্রিপ ট্রাস্ট, নারীপক্ষ, আরডিআরএস ও বাচঁতে শেখা।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এক সংবাদ সম্মেলনে রবিবার (২২ আগস্ট) এই আইন প্রণয়নের সঙ্গে দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের নাম উল্লেখ করায় আমরা অত্যন্ত লজ্জিত। কারণ, এই কোয়ালিশনের সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত নন এবং তার কোনও ধরনের সম্পৃক্ততা নেই। এছাড়া শাহীন আনাম ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক কিন্তু তিনি আইন প্রণয়নের সঙ্গে যুক্ত নন। তাদের সম্পর্কে যে অপপ্রচার করা হচ্ছে, সে জন্য হিন্দু নাগরিকদের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি।