শর্ত না মানায় কোয়ারেন্টিন তালিকা থেকে বাদ দুই হোটেল

বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য সরকার নির্ধারিত হোটেলের তালিকা থেকে ‘হোটেল মুনসুন-ইন’ ও ‘হোটেল গার্ডেন রেসিডিন্সকে’ বাদ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। কোয়ারেন্টিনের শর্ত না মানায় হোটেল দুটিকে এ তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্রেফ টাকা নিয়ে যাত্রীদের ছেড়ে দিচ্ছে কোয়ারেন্টিনের জন্য সরকার-নির্ধারিত বেশিরভাগ হোটেল। কোনও হোটেল আবার বিমানবন্দর থেকেই বিদেশফেরতদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। হাতে ধরিয়ে দিচ্ছে ১৪ দিন হোটেল থাকার ভুয়া বিল।

এ বিষয়ে বাংলা ট্রিবিউনেও একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি আলোচনায় এলে গত ১৬ আগস্ট এই দুই হোটেলকে কোয়ারেন্টিন হোটেলের তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ( হাসপাতাল ও ক্লিনিক)। 

পরবর্তী সময়ে রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর এই দুই হোটেল তালিকা থেকে বাদ দেন।