ইসি বিটের সাংবাদিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সঙ্গে পুলিশ ও ইসি কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণসহ সকল প্রকার হয়রানিমূলক ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অনুষ্ঠিত ‘মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে’ এই দাবি জানানো হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সামাবেশ থেকে ইসি বিটে কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়ে ৪ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ১. গত ২৯ আগস্ট ইসির গেটে সাংবাদিক হয়রানির ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিটি করতে হবে, কমিটিতে সাংবাদিক প্রতিনিধি রাখাতে হবে। হয়রানির ঘটনায় জড়িত ইসির কর্মকর্তা-কর্মাচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে শাস্তির আওতায় আনতে হবে। ২. নির্বাচন কমিশন বিটে কর্মরত সব গণমাধ্যমকর্মীকে  মুক্তভাবে কমিশনের সংবাদ সংগ্রহ করার নিশ্চয়তা দিতে হবে। তাদের কোনও ধরনের হয়রানি করা যাবে না। নির্বাচন ভবনের সব জায়গায় যাওয়ার অনুমতি দিতে হবে। ৩. সব ধরনের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। শুধু ঢাকার নির্বাচন ভবন নয়, ইসির জেল-উপজেলা পর্যায়ের কর্মকর্তারাও সাংবাদিকদের হয়রানি করেন, নির্বাচনি সংবাদ সংগ্রহে সারাদেশে সাংবাদিক হয়রানি বন্ধ করতে হবে। ৪. গণমাধ্যমকর্মীদের জন্য ইসির ভবনে অবাধ প্রবেশের অধিকার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন সাংবাদিকরা। এই মানববন্ধনের আয়োজন করে ইসি বিটে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, সংবাদ সংস্থা ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা।  

মানববন্ধনে অংশ নেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান ও সাবেক নেতারা। অনুষ্ঠানে বক্তব্য দেন— বিএফইউজে কোষাধ্যক্ষ দীপ আজাদ, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, ডিইউজে প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আছাদুজ্জামান, নির্বাহী পরিষদ সদস্য রাজু হামিদ, সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব। এছাড়া  উপস্থিত ছিলেন— ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সহ-সভাপতি রাশেদুল হক। 

ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কর আলী শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদর নূরুল ইসলাম হাসিব, সাংবাদিক নেতা অমরেশ রায়, ডিআরইউ’র সাবেক  নেত্রী শাহনাজ শারমিন, সচিবালয় বিটের সংগঠন বিএসআরএফ’র   কার্যনির্বাহী সদস্য শাহজাহান মোল্লা ও ইসমাইল হোসেন রাসেল।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিদিনের সংবাদ সম্পাদক ও ইসি বিটের সিনিয়র সাংবাদিক শেখ নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন প্রতিদিনের সংবাদ’র সিনিয়র রিপোর্টার গাজী শাহ নেওয়াজ। ঘণ্টাব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অর্ধ-শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।