লঞ্চে আগুন: তদন্তে মন্ত্রণালয়ের ৭ সদস্যের কমিটি

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান নামে একটি যাত্রীবাহী লঞ্চে আগুনের ঘটনায় সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ কমিটি গঠন করা হয়। বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

গভীর রাতে এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার হয়েছে।

গোলাম সাদেক বলেন, যেহেতু জেলা প্রশাসক ও নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বড় ধরনের কমিটি গঠন করা হয়েছে সেজন্য আমরা বিআইডব্লিউটিএ থেকে আর কোনো কমিটি গঠন করবো না। মন্ত্রণালয়ের গঠিত কমিটিতে বিআইডব্লিউটিএ'র থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে।

কমিটিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ও একজন উপসচিব রয়েছেন। সাথে রয়েছে বিআইডব্লিওটিএ, নৌপরিবহন অধিদফতর, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি রয়েছেন বলে জানান তিনি।