দুবাইয়ে পাসপোর্ট হারিয়ে ৪ দিন আটকে থাকার পর ঢাকায় ফেরা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চারদিন আটকে থাকার পর দেশে ফিরতে বাধ্য হলেন প্রবাসী আলী হোসেন। গত ৭ জানুয়াারি তিনি ঢাকা থেকে দুবাই পৌঁছান। তবে পাসপোর্ট হারিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারেননি। এ কারণে চার দিন বিমানবন্দরে আটকা ছিলেন তিনি। বুধবার (১২ জানুয়ারি) সকালে আউট পাসে দুবাই থেকে দেশে ফেরেন এই যাত্রী।

পাসপোর্ট ফিরে পাওয়ার আশায় দুবাই বিমানবন্দরে এক কাপড়ে অপেক্ষার প্রহর গুনছিলেন আলী হোসেন। স্বজনরা আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাকে দুবাই প্রবেশের ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। তবে শেষমেশ পাসপোর্ট না পাওয়ায় দূতাবাস থেকে আউট পাস নিয়ে দেশে ফিরতে বাধ্য হন তিনি।

জানা গেছে, আলী হোসেনের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়। একদশক ধরে দুবাইয়ে কাজ করেন। তিন মাসের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে ৭ জানুয়ারি ঢাকার হযরত শাহজাালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০০৪৭ ফ্লাইটের বোর্ডিং শেষে ইমিগ্রেশন করেন। নিজের ছোট একটি ব্যাগে পাসপোর্ট রেখেছিলেন। ব্যাগটি গলায় ঝুলিয়ে নিয়েছিলেন। প্রায় ৫ ঘণ্টা ৪৫ মিনিট যাত্রার পর দুবাই বিমানবন্দরে যাত্রীদের নামায় বিমান। সেখানে ইমিগ্রেশন করতে গিয়ে আলী হোসেন টের পান ব্যাগে পাসপোর্ট নেই!

দেশে ফিরে বিমানবন্দর আর্মড পুলিশের কাছে অভিযোগ দেন আলী হোসেন। তার অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরের সিসি ক্যামেরা দেখে খোঁজা হয় তিনি কোথায় পাসপোর্ট হারিয়েছেন। তবে উড়োজাহাজে ওঠার আগমুহূর্তেও তার ব্যাগেই পাসপোর্ট দেখা যায়।

আলী হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকায় ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে উঠেছি। আমার গলায় ঝোলানো ব্যাগে পাসপোর্ট রেখেছিলাম। কিন্তু দুবাই নেমে ইমিগ্রেশনে গিয়ে দেখি পাসপোর্ট নেই। এ কারণে ইমিগ্রেশন করতে পারিনি। কোনোভাবে যদি পাসপোর্ট ফিরে পাই সেজন্য সেখানে অপেক্ষা করছিলাম।’

ভুক্তভোগী এই প্রবাসী উল্লেখ করেন, ‘দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। দূতাবাসের লোকজন ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেছে। কিন্তু তারা কোনোভাবেই পাসপোর্ট ছাড়া প্রবেশ করতে দেয়নি। বিমানবন্দরে যাত্রী, পুলিশ অনেকেই খাবার দিয়েছে, সেসব খেয়ে চার দিন পার করেছি।’

আলী হোসেনের দাবি, ‘বন্ধু-আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার করে বিমানের টিকিট কেটে দেশে ফিরতে হয়েছে। দুবাই যাওয়া-আসাসহ সব মিলিয়ে লাখ টাকার ওপর খরচ হয়ে গেছে। এখন নতুন পাসপোর্ট বানানো ছাড়া আর সেখানে যাওয়া সম্ভব হবে না।’

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টসহ প্রয়োজনীয় ডকুমেন্ট সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন এই প্রবাসী।