টিএসসি’র বদলে যাওয়া দৃশ্যপট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মানে শিক্ষার্থীদের কোলাহল, ক্লাস শেষে ক্লান্তি নিয়ে চায়ের আড্ডা আর বিকাল-সন্ধ্যায় এক নির্ভরতার আশ্রয়। কেবল শিক্ষার্থীরাই নয়, ঢাকার মানুষের উদযাপন শুরুই হয় টিএসসিকে কেন্দ্র করে। সেই টিএসসিতে আজ সকালে (৯ ফেব্রুয়ারি) যারা গিয়েছেন বিস্ময়ে অভিভূত হয়েছেন। এর চায়ের টংগুলো রিক্সা পেইন্টে মুড়িয়ে দিয়েছে কারা যেন। পুরো টিএসসিজুড়ে এক অসম্ভব সুন্দর আবহ তৈরি হয়েছে তাতে।

কাজটি করলেন কারা—খুঁজতে গিয়ে আশেপাশের কয়েকজনের কাছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের যুক্ততার কথা জেনে যোগাযোগ করা হয়। কীভাবে এমন আয়োজন হলো প্রশ্ন করতেই স্বভাবসুলভ হেসে বললেন, কাজটির উদ্যোগ মিস ইউনিভার্সে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন আক্তার শিলার। তবে একজন শিক্ষার্থী হিসেবে যদি বলতে বলেন, টিএসসিকে রঙিন দেখতে আমাদের সবারই ভালো লাগে। যে থিম তুলে ধরা হয়েছে তা মনোমুগ্ধকর।

272196303_1155219725039759_7369131541934339522_nতার মাধ্যমেই যোগাযোগ হয় শিরিন শিলার সঙ্গে। উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজ এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার দিন-রাত কাজ হলে শেষ হবে বলে মনে হচ্ছে।

আমার আইডিয়া এসেছে চায়ের টং-এর প্রতি ভালোবাসা থেকেই। আমি এখনও চায়ের টংয়ে বসে আড্ডা দেই, চা খাই। আর টিএসসি তো আমাদের জীবনেরই অংশ।

আমার বরাবরই আর্ট-কালচারে দুর্বলতা। পোশাকে বাঙালি লুক আমার পছন্দের। চায়ের টং নাই এমন এলাকা বাংলাদেশে নেই এটা হতে পারে না। রিক্সা পেইন্ট দিয়ে যদি ফোক আর্ট ফুটিয়ে তুলতে পারি সেটায় আমাদের দেশের একটা ঐতিহ্য ধরা দিবে। তিনি বলেন, আমরা কাজটিকে নাম দিয়েছি দ্বিতীয় অধ্যায়: চা এর কাপে রিক্সা পেইন্ট।

272594652_356134416125629_7182153750578811569_nমিস ইউনিভার্সের মঞ্চে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শিরিন শিলা রিক্সাহুড ব্যবহার করে পোশাক পরে দারুণ সমাদৃত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী।272355996_804038547663879_580083654060281320_n272628886_1080023412573194_8269162605089101232_n272176780_1098128004094822_6840949549298994051_n