শান্ত হরতালে হঠাৎ উত্তাপ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল চলাকালে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শান্তিপূর্ণভাবেই শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড়ে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্র ইউনিয়ন ও জোটের কর্মীরা।

সকাল থেকে পল্টন এলাকায় অবস্থান করে দেখা যায়, সকাল থেকে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মধ্য দিয়েই হরতাল পালন করতে থাকে বাম জোটগুলো। বেলা ১১ টা ২৬ মিনিটে ছাত্র ইউনিয়নের একটি মিছিল পল্টনে এলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হলেও পরে তা রণক্ষেত্রে পরিণত হয়।

হরতাল

পল্টন মোড়ের দুই পাশে অবস্থান নেয় পুলিশ এবং বাম গণতান্ত্রিক জোটের কর্মীরা। তাদের মধ্যে ব্যাপক ইট-পাটকেল ছোড়াছুড়ি চলে। পুলিশ জল কামানসহ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় গণসংহতির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য বাচ্চু ভুঁইয়াসহ বেশ কয়েকজন আহত হন। 

হরতাল