টিপস নয়, মর্যাদাপূর্ণ মজুরি কাঠামোর দাবি

টিপস বা সার্ভিস চার্জ-নির্ভর কাজের পরিবর্তে মর্যাদাপূর্ণ মজুরি কাঠামো নির্ধারণ করা ও পর্যটন-হোটেল-রেস্তোরাঁ খাতে ৮ ঘণ্টার ডিউটি কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশন।

রবিবার (১ মে) তোপখানা রোডে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানানো হয়।

নেতারা অভিযোগ করেন, পর্যটন শ্রমিকদের নেই নিয়োগপত্র, নেই চাকরির নিরাপত্তা। চাকরির অবসানে প্রাপ্য ক্ষতিপূরণ কিংবা ছুটির সুবিধাও নেই। উল্টো যেকোনও মুহূর্তে চাকরি হারানোর ভয় নিয়ে নামমাত্র মজুরিতে দিনে ১২-১৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। এরপরও করোনার অজুহাতে ক্ষতিপূরণ ছাড়াই অনেককে ছাঁটাই করা হয়েছে। মাসের পর মাস কাজ করতে হয়েছে বিনা মজুরিতে। অনেকের বেতনও কাটা হয়েছে।

এ পরিস্থিতিতে এ খাতের শ্রমিকদের জন্য মজুরি কাঠামো ঘোষণা জরুরি বলে মনে করেন নেতারা।

ফেডারেশনের আহ্বায়ক লায়ন রাশেদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহসান হাবিব বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ রিমেল, কায়েস সরকার, ফ্য়সাল হোসেন প্রমুখ।