ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মে) সকালে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের পাশে এ হাতাহাতির ঘটনা ঘটে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শিক্ষার্থীরা যে যার মতো কলেজে অবস্থান করছেন। 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম বাংলা ট্রিবিউনকে দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে কী কারণে হাতাহাতির ঘটনা ঘটে তা জানা যায়নি।’

ধারণা করা হচ্ছে পূর্ব কোনও বিরোধের জের ধরে এ হাতাহাতির ঘটনা ঘটে তাকতে পারে। ওসি কাইয়ুম বলেন, আইডিয়াল কলেজের সামনে হাতাহাতির ঘটনাটি ঘটে। পরবর্তী সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আইডিয়াল কলেজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা যে যার ক্যাম্পাসে অবস্থান করছে।

যেকোনও পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ রয়েছে বলেও জানান করেন তিনি।