ডলার পাচারকালে বিমানবন্দরে তুর্কি নাগরিকসহ দুইজন আটক

কোনও প্রকার ঘোষণা ছাড়াই ২ লাখ ৩০ হাজার ৫শ মার্কিন ডলার বিদেশে নেওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইজনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। আটককৃতদের একজন বাংলাদেশি এবং অপরজন তুরস্কের নাগরিক।

বৃহস্পতিবার (২ জুন) বিমানবন্দর কাস্টমস সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজালাল বিমানবন্দরে ইমিরেটসের ইকে৫৮৭ ফ্লাইটে বিদেশ যেতে মাহমুদা ফিরোজ নামে একজন নারী যাত্রী বিমানবন্দর আসেন। এভিয়েশন সিকিউরিটির সহায়তায় তল্লাশি করে তার কাছ থেকে ৩০ হাজার ৫শ ইউএস ডলার জব্দ করা হয়। একইদিন রাত সাড়ে ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করার সময় তুর্কি পাসর্পোটধারী মেহমেত রেমজি নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। এভিয়েশন সিকিউরিটির সহায়তায় তার কাছ থেকে এক লাখ বিশ হাজার ইউএস ডলার জব্দ করা হয়। পরে ওই যাত্রীকে কাস্টমস হলে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতে তল্লাশি করলে আরও আশি হাজার ইউএস ডলার পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে আলাদা দুটি ফৌজদারি মামলা দায়ের করে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ বৈদেশিক মুদ্রা কাস্টমস গুদামে জমা করা হয়েছে বলে সূত্র জানায়।