মালবাহী ট্রাকে ডাকাতি করতো তারা

ধান-চালসহ বিভিন্ন মালবাহী ট্রাক এবং গরু ও মাছের খাবারের গাড়ি রাস্তায় আটকে ডাকাতি করতো একটি চক্র। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গার মহাসড়কে অবস্থান নিয়ে এ কাজ করে আসছিল চক্রটি। অবশেষে রাজধানীর শাহ আলী থানা এলাকার বেড়িবাঁধে চালবাহী ট্রাকে ডাকাতি পরিকল্পনা করার কাজে একত্রিত হওয়ার সময় চক্রের চার সদস্য গ্রেফতার হয়েছে।

রবিবার (১২ জুন) মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম-কমিশনার গোয়েন্দা হারুন-অর-রশিদ।

গ্রেফতারকৃতরা হলো– মকবুল হোসেন প্রকাশ ওরফে মঙ্গল হোসেন বাবু (২৪), আসলামুল হক আসলাম (৩৫), রফিকুল ইসলাম (৩৫) ও হাসান হাওলাদার (৩৭)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ডাকাতি করা প্রাইভেট কার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস, একটি ছোরা, দুটি চাকু উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সর্দার আসলামুল হক আসলাম। তার নেতৃত্বে বাকিরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুরে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় দুটি মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ছিল। বিভিন্ন সময় গ্রেফতার হয়ে জেলও খেটেছে তারা। জেল থেকে বেরিয়ে আবার ডাকাতিতে জড়ায় তারা।