রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে বৃহস্পতিবার (১৬ জুন) রাতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার নাম মোসা. মনি বেগম (৪০)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে অবহিত করা হয়েছে।

নিহতের ছোট বোনের স্বামী মো. সোহাগ জানান, মনি বেগমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়।

স্বামী নুরুল হুদাকে নিয়ে বনানী থানার মহাখালি স্টাফ কলোনিতে থাকতেন মোসা. মনি বেগম। তিনি বাসার পাশেই কসমেটিক ও খেলনার দোকান করেন। এ দম্পতির কোনও সন্তান নেই।

মো. সোহাগ জানান, আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, উদ্ধারকারী একজন সিএনজি চালক জানিয়েছেন, শেরে বাংলা নগর থানার চীন মৈত্রীর সামনের রাস্তায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় পড়েছিলেন, সেখান থেকে উদ্ধার করে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। পরে মোবাইলে আমাদের জানালে আমরা হাসপাতালে আসি।