বাউফলে তাঁতেরকাঠী ইউপির নির্বাচন স্থগিত

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্য পদের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্দেশনার পরও বাউফল থানার ওসির (তদন্ত) প্রতিবেদন না দেওয়া ও প্রার্থীর সমর্থকের ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় এ ভোট স্থগিত করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) এ বিষয়ে ইসির প্রজ্ঞাপনে বলা হয়, আচরণ বিধিমালা লঙ্ঘন বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইব্রাহিম ফারুকের বিষয়ে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস.এম মহসীন একাধিকবার রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। ওই বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য অফিসার-ইন-চার্জ, বাউফল থানাকে চিঠি দেন। কিন্তু ওসি কোনও প্রতিবেদন প্রদান করেননি। অধিকন্তু, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইব্রাহিম ফারুকের একজন সমর্থক জোবায়দুল হক ওরফে রাসেল ২৩ জুলাই এক উঠোন বৈঠকে ‘ভোট হবে ইভিএমে। কে কোথায় ভোট দেবে, তা কিন্তু আমাদের কাছে চলে আসবে' মর্মে বক্তব্য প্রদান করেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে। এ প্রেক্ষাপটে ইসি নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ওই বিষয়টি বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে  তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।