৭৮ হাজার টাকায় মালয়েশিয়ায় কাজের সুযোগ দেওয়ার দাবি

মালয়েশিয়াগামী প্রবাসীদের সংকটের সমাধান না করা হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি  দাবি করেন, সিন্ডিকেট হটিয়ে সরকার নির্ধারিত ৭৮ হাজার টাকায় মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশী বেকারদের কাজের সুযোগ করে দিতে হবে এবং অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আজকে আপনাদের দাবির সঙ্গে একাগ্রতা প্রকাশ করছি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রবাসীদের নিয়ে যে সিন্ডিকেট হচ্ছে তা ভাঙতে হবে। ৭৮ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকার মধ্যে প্রবাসীদের সে দেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রবাসীরা যেসব হয়রানি কথা বলছেন— তাদের সঙ্গে অমানবিক আচরণ, দূতাবাসের সেবা না পাওয়াসহ প্রবাসী বন্দিদের সমস্যার সমাধান করতে হবে।’

নুর আরও  বলেন, ‘প্রবাসী ভাইবোনদের আমরা বলবো, আজকে অল্প কিছু মানুষ এখানে দাঁড়িয়েছেন। এর পরবর্তী কর্মসূচি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করা হবে। আপনারা প্রবাসীদের  সঙ্ঘবদ্ধ করুন।’

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি  কবীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও

বক্তব্য রাখেন— বাংলাদেশ গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান, মালেক ফরায়েজি, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন প্রমুখ।