X
রবিবার, ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২

সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আহ্বান অভিবাসন খাতের সুশীল সমাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৫, ২১:০৪আপডেট : ০৮ মে ২০২৫, ২১:০৪

সিন্ডিকেট ছাড়া এবং কর্মীর স্বার্থ অক্ষুণ্ণ রেখে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে অভিবাসীকর্মীদের নিয়ে কর্মরত ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে বিসিএসএম আয়োজিত মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে একটি পরামর্শক সভায় এই আহ্বান জানানো হয়।

সভায় বিসিএসএম কো-চেয়ার সৈয়দ সাইফুল হক বলেন, প্রায় এক বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে। মালয়েশিয়া বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। বহু অভিবাসন প্রত্যাশী কর্মী এই শ্রমবাজারে অংশগ্রহণে বিশেষভাবে আগ্রহী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আগামী সপ্তাহে মালয়েশিয়ায় যাচ্ছেন যাতে করে মালয়েশিয়ার বাজার খুললে সেখানে অংশগ্রহণ করতে পারেন। বিসিএসএম হচ্ছে বাংলাদেশ অভিবাসীদের নিয়ে কর্মরত ২৩টি সংগঠনের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা। সংস্থাটি আজকের এই আলোচনা সভা আয়োজন করেছে, সিভিল সমাজের পক্ষ হতে সরকারকে অনুরোধ করতে যে, এবারের চুক্তিতে যাতে শ্রমিকের স্বার্থ দৃঢ়ভাবে সুরক্ষিত হয়।

তিনি বলেন, ২০১২ সাল থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যেসব সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দুদেশের স্বার্থ রক্ষা করতে পারেনি বরং একশ্রেণির মধ্যস্বত্বভোগী সমঝোতা চুক্তির আদর্শগুলোকে কলুষিত করেছে। ২০২১ সালের ডিসেম্বরের সমঝোতা চুক্তির ভেতরে জুড়ে দেওয়া একটি লাইন ‘বাংলাদেশ হতে কোনও রিক্রুটিং এজেন্সি লোক সংগ্রহ ও প্রেরণ করতে পারবে, তা নির্ধারণ করবে মালয়েশিয়ান সরকার’ এই ধারার বলে মালয়েশিয়া হতে ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনার সুযোগে মালয়েশিয়ায় অবস্থানরত একটি ফার্ম এবং বাংলাদেশের কিছু রিক্রুটিং এজেন্সি ১০১টি রিক্রুটিং এজেন্সিকে নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে। এই সিন্ডিকেটের কার্যক্রম অভিবাসন ব্যয়কে সাড়ে পাঁচ লাখ টাকায় উন্নীত করে। যেসব প্রতিষ্ঠানে কাজের জন্য নিয়োজিত হয় বাংলাদেশি শ্রমিক, তার অনেকগুলোরই চাকরি প্রদানের সক্ষমতা ছিল না। কর্মহীন অবস্থায় বিদেশে অনাহারে-অর্ধাহারে, অথবা দেশের থেকে টাকা নিয়ে অনেকে জীবন নির্বাহ করেছেন তাদের অনেকেই। এই খবরের প্রচারে দেশ-বিদেশের পত্রিকায় বাংলাদেশ এবং মালয়েশিয়ার ভাবমূর্তি সারা বিশ্বে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

সাইফুল হক আরও বলেন, ২০২৪ সালের এপ্রিল মাসে ৪ জন জাতিসংঘ বিশেষজ্ঞ সেই চুক্তির অধীনে কর্মী পাঠানোর ব্যবস্থাকে জোরপূর্বক শ্রম হিসেবে চিহ্নিত করেছিলেন এবং দায়ীদের বিচারের আওতায় আনতে পরামর্শ দিয়েছিলেন। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত কমিশন মালয়েশিয়ায় শ্রম বাজার সম্পর্কে বিশেষ উদ্বেগ প্রকাশ করে। আমরা জানি এই বিপ্লবী সরকার অভিবাসীদের কাছে দায়বদ্ধ এবং সর্বত্রভাবে চেষ্টা করবে— যেন পুরনো অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটার সুযোগ যাতে তৈরি না হয়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেই উদ্যোগ নেয় বিষয়টি অনুসন্ধানের। ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশ সরকার ট্রাফিকিং আইনের অধীনে প্রাথমিক ইনভেস্টিগেশন পরিচালনা করে তার ফলাফলের ভিত্তিতে ২ জন ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য, বাংলাদেশ পাঠানোর জন্য, মালয়েশিয়ার হোম মিনিস্ট্রির কাছে চিঠি পাঠায়। সে দেশের হোম মিনিস্ট্রি হতে এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হলেও বিষয়টি নিয়ে অগ্রগতি হয়নি। বিসিএসএম মনে করে, এই বিষয়টির দ্রুত সমাধান করা প্রয়োজন। যদি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে আমরা তৈরি থাকি, তবে বাজার খোলার ক্ষেত্রে অন্য আলোচনার প্রেক্ষাপট তৈরি হবে।

বিসিএসএম চেয়ার অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, মালয়েশিয়া যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাজার, তেমনই এই বাজারে আছে নানারকমের জটিলতা। সামনে আমাদের উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন, সুতরাং আমরা মনে করেছি যে, তাকে যদি আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিতে পারি সেটা আমাদের জন্য, দেশের জন্য, অভিবাসী কর্মীদের জন্য ভালো হবে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব সেলিম রেজা বলেন, মালয়েশিয়ার বাজারে অব্যবস্থাপনার মূল কারণ সব রিক্রুটিং এজেন্সির লোক মালয়েশিয়াতে যাবে। আমি একবার সেখানে গিয়ে শুনি আমাদের সব লোক সব ফাইভ স্টার হোটেল বুক করে বসে আছে। এই আন-ইথিকাল প্র্যাকটিস, এই কম্পিটিশনের জন্য অভিবাসন ব্যয় অনেক বাড়ে। ভিসা কেনা বেচা বন্ধ করতে হবে। আমাকে অনেকে অভিযোগ করেছে সিন্ডিকেটের জন্য একটা চার্জ বাধ্যতামূলকভাবে দিতে হয়, মালয়েশিয়াও কিন্তু অনেক চাপে আছে। তাদের কিছু কিছু ভালো কোম্পানি আছে, যারা বিনা পয়সায় কর্মী নিতে চায়। যেহেতু সিন্ডিকেট করলে তাদের পয়সা দিতে হয়, সেজন্য তারা কিন্তু এখান থেকে লোক নিতে পারে নাই। কাজেই এসব সুযোগ যাতে বন্ধ না হয়, সেগুলো মাথায় রেখে খুবই সতর্কতার সঙ্গে সমঝোতা করা হয়। যাতে আমাদের কর্মীদের অধিকার ক্ষুণ্ন না হয়।

সভায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম বলেন, গতবারের সমঝোতা পরিকল্পিতভাবে সই করা হয়েছে, যাতে মালয়েশিয়া সরকার নিজের ইচ্ছামতো রিক্রুটিং এজেন্সি নির্বাচন করতে পারে। অথচ মালয়েশিয়া অন্য ১৪টি দেশ থেকে কর্মী নিয়ে আসে, সেখানে এরকম কোনও শর্ত নাই। বাংলাদেশ ৭৬টি দেশে কর্মী পাঠায়, কোথাও কিন্তু এই ধরনের শর্ত নাই। বিগত সময়ে মন্ত্রী সিন্ডিকেটের স্বার্থ দেখেছেন এবং নিজের স্বার্থ দেখেছেন। সেজন্য আমরা বলতে চাই— গুটি কয়েক ব্যক্তিকে এই সুযোগ দিয়ে ২৫০০ এজেন্সির মধ্যে ২৪০০ এজেন্সি এই বাজারে কাজ করতে পারে নাই। যদি এরকম হতো ওই ১০০ এজেন্সির মাধ্যমে কর্মীরা গিয়ে কাজ করেছে, অল্প টাকায় যেতে পেরেছে, তাহলে আমাদের কোনও কথা থাকতো না। কর্মীরা যাওয়ার পর সমস্যা হয়েছে, অতিরিক্ত অর্থ খরচ করতে হয়েছে।

সভায় আরও মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন রাইটস যশোর এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, বায়রার সাবেক সহসভাপতি রিয়াজ উল ইসলাম প্রমুখ।

/এসও/এপিএইচ/     
সম্পর্কিত
মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৫
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান মালয়েশিয়ার
কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনও অনিয়ম ও বৈষম্য থাকবে না: লুৎফে সিদ্দিকী
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইরানে ইসরায়েলি হামলাবিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
সর্বাধিক পঠিত
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২