পঞ্চগড়ে মেডিক্যাল কলেজের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের মানুষকে এখনও উন্নত চিকিৎসার জন্য নির্ভর হতে হয় ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর কিংবা ঢাকার ওপর। আর তাই জেলায় মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শনিবার (৩০ জুলাই) মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব ও পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুকি, পঞ্চগড় জেলা সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব পঞ্চগড়ের (ডিইউসেপ) সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, ঢাবির মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানসহ জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ঢাকা কলেজের ছাত্রকল্যাণ সমিতির নেতারা।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান বলেন, পঞ্চগড়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি নতুন নয়। আমি জাতীয় সংসদে এই দাবি উত্থাপন করেছি। কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না।

পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মাহবুবুর রহমান ফারুকি বলেন, পঞ্চগড়ের রোগীদের রংপুর, দিনাজপুর বা ঢাকায় রেফার করা হয়। নেওয়ার পথেই অনেক রোগী প্রাণ হারান। অনেকেই টাকার অভাবে দূরে চিকিৎসা করাতে পারেন না।

ডিইউসেপ সাবেক সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ১০ লাখ লোকের এই জেলায় একটি মেডিক্যাল কলেজ হলে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা বাংলাদেশে পড়ার সুযোগ পাবে। আরও বড় সুবিধা হলো, ওই এলাকার মানুষ পরিপূর্ণ চিকিৎসা সেবাও পাবে।